রাতের অন্ধকারে কাটমানি চাওয়া নিয়ে ধুন্ধুমার কান্ড ! চাঞ্চল‍্য এলাকায়

24th January 2021 11:23 am মালদা
রাতের অন্ধকারে কাটমানি চাওয়া নিয়ে ধুন্ধুমার কান্ড ! চাঞ্চল‍্য এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) :  আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কাটমানি নিয়েছেন যুব তৃণমূল নেতা বলে অভিযোগ। তারপর ওই যুব নেতা আবারো কাটমানির দাবিতে রাতের অন্ধকারে হাজির হয়েছিলেন এক উপভোক্তার বাড়িতে। ঘটনা চাউর হতেই শনিবার রাতে ধুন্ধুমার কান্ড বাঁধলো মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের বাইসা রামনগর এলাকায়। ওই যুব নেতা কে ঘিরে শুধু বিক্ষোভ দেখানোই নয়, তাকে চরম হেনস্তা করেন বাসিন্দাদের একাংশ বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিজেপি সদস্য। কিন্তু তিনিও বাসিন্দাদের বিক্ষোভ এর মুখে পড়েন, ঘর পাইয়ে দেবার নাম করে তিনিও কাটমানির দাবি করেছিলেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কাটমানি নেওয়ার দাবি অবশ্য অস্বীকার করেছেন যুব তৃণমূল নেতা সোনু ভাস্কর। যদিও রাত দশটার সময় কেন ওই যুবনেতা এলাকায় গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

 স্থানীয় সূত্রে জানা গেছে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে অতুল দাস উপভোক্তার কাছে জোর করে দশ হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। ওই উপভোক্তার নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে। তিনি ঘর তৈরির কাজ শুরু ও করেছেন কিন্তু উপভোক্তার অভিযোগ এদিন রাতে তার বাড়িতে গিয়ে আরো দশ হাজার টাকা কাটমানি দাবি করেন সোনু। কিন্তু দশ হাজার টাকা দিলে উপভোক্তা কিভাবে ঘর তৈরীর কাজ সম্পন্ন করবেন সেই প্রশ্ন তুলে টাকা দিতে রাজি হননি, তা নিয়ে শুরু হয় বচসা, হইচই শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারপরে বেধে যায় ধুন্ধুমার কান্ড, যুবনেতা রাতের অন্ধকার এ কেন টাকা চাইতে এসেছেন সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। এমনকি তার মোবাইল কেড়ে নিয়ে তাকে আটকে রাখা হয়। ওই যুব নেতা কে ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। শাসকদলের একাংশের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ নতুন কিছু নয়। নির্বাচনের মুখে রাতের অন্ধকারে ওই যুবনেতা কাটমানি চাইতে গিয়েছেন এমন অভিযোগ সামনে আশায় অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব। পাশাপাশি অস্বস্তিতে পড়েছে যুব সংগঠন ও। এদিকে যুবনেতার কাটমানির কান্ড সামনে আসতেই স্বাভাবিক ভাবেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

 





Others News